বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়ন পরিষদ এর ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মে বেলা ২টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ২৪ লাখ ৫২ হাজার ৩ শত ৬৭ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ ৭২ হাজার ৮শত ৬৭ টাকা।
বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও দুর্যোগ মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু'র সভাপতিত্বে ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার।
উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব রান্টু কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল হোসেন, লামাতাসী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান ফুল মিয়া, ইউনিয়নের সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।