এতদ্বরা ৫নং লামাতাসী ইউনিয়নরে সকল বয়স্ক, বিধবা, অসচ্চল ও প্রতিবন্ধি ভাতভোগীদের অবগতীর জন্য জানানো জাইতেছে যে, সকল ভাতা ভোগীদের ভাতা পরিশোধ বহিটি এম আই এস এর অর্ন্তভোক্ত করারা জন্য। বিনামূল্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার হইতে সংযুক্ত তালিকা অনুযায়ী অনলাইন এম আই এস এর কার্যক্রম শুরু হবে। আগামী ০৬-১০-২০১৯খ্রিঃ হইতে ২৭-১০-২০১৯খ্রিঃচলবে
ভাতাভোগীদের কি কি আনতে হবেঃ
১। ভাতার বহি।
২। জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ।
৩। নমিনীর ছবি ও জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ
৪। নিজ মোবাইল নম্বর( যদি নিজের কোন মোবাইল নম্বর না থাকে তাহলে নিকটমত কোন আত্মিয়র মোবাইল নম্বর
নিয়ে আসতে হবে ) বিষয়টি অতিব জরুরী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস